Wednesday, September 13, 2017

১ লাখের উপড়ে যেতে পারে আইফোন ৮?

সাড়ে ছয়শো ডলারের আইফোন সম্ভবত অতিক্রম করতে যাচ্ছে হাজার ডলারের সীমা। ওএলইডি ডিসপ্লে, বেতার চার্জিং, ফেসিয়াল রিকগনিশন সেন্সর যুক্ত আইফোনের মূল্য হতে পারে ১২০০ ডলারের কাছাকাছি। এযাবৎকালের সর্বোচ্চ মূল্যমানের আইফোন ৮ বাজারে আসতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে।
১ লাখের উপড়ে যেতে পারে আইফোন ৮?


ফোনের মূল্য নির্ধারণে মূলত ভূমিকা রাখে 'বিল অফ ম্যাটেরিয়ালস' বা কাঁচামালের মূল্য এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে- উদ্ভাবন ব্যয়। আইফোনের পূর্ববর্তী সংস্করণসমূহে, এই 'বিল অফ ম্যাটেরিয়াল' ছিল কমবেশী ২২০ ডলার। তবে এবারের আইফোনে এই বিওএম(BOM) বৃদ্ধি পেতে পারে বিদ্যুৎসাশ্রয়ী উচ্চমূল্যের ওএলইডি ডিসপ্লে ব্যব‌হারের কারণে। একইভাবে নতুন খরচ যুক্ত হবে ফেসিয়াল সেন্সর ব্যব‌হারে। তবে উৎপাদন খরচের পাশাপাশি, প্রতিবছরের মতোই চাহিদার যোগান দিতে হিমশিম খাওয়া অ্যাপলের জন্য মূল্যবৃদ্ধি মুনাফার ঘরে নতুন রেকর্ডের সৃষ্টি করতে পারে।

No comments:

Post a Comment