Thursday, September 28, 2017

এইচটিসির হার্ডওয়্যার ব্যবসার অংশীদার হলো গুগল বিলিয়ন ডলারে !


১.১ বিলিয়ন ডলারের বিনিময়ে এইচটিসি-র কর্মীবাহিনী ও মেধাস্বত্বের একাংশ নিজেদের প্রতিষ্ঠানে ব্যব‌হারের অধিকার লাভ করলো গুগল। অ্যান্ড্রয়েড পিক্সেল ফোন নির্মাতা এইচটিসি ইতিপূর্বে গুগলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে একাধিক গুগল ব্র্যান্ডেড স্মার্টফোন বাজারে এনেছে। সেই প্রক্রিয়াকে আরও গতিশীল করতে সাম্প্রতিক এই চুক্তি সম্পন্ন করে গুগল।

সফটওয়্যার নির্মাণে গুগলের অবস্থান অত্যন্ত শক্তিশালী হলেও হার্ডওয়্যারের ক্ষেত্রে বরাবরই অপরাপর নির্মাতার উপর নির্ভরশীল। ফলে পণ্যের মান নিয়ন্ত্রণে গুগলের নিজের নিয়ন্ত্রণ তেমন শক্তিশালী নয়। আর এখানেই গুগলের সাথে তফাৎ অ্যাপলের। একইসাথে শীর্ষ হার্ডওয়্যার ও সফটওয়্যার কোম্পানি অ্যাপল। তাই অ্যাপলের সাথে পাল্লা টানতে এবার হার্ডওয়্যারের দিকেও মনোযোগ দিতে হচ্ছে গুগলকে।

No comments:

Post a Comment