Tuesday, October 17, 2017

যা নিয়ে আসছে গুগলের নতুন পিক্সেল ফোন

ধবার, ৪ অক্টোবর নতুন হার্ডওয়্যার পণ্য অবমুক্ত করতে যাচ্ছে গুগল। গুগলের তরফ থেকে বিস্তারিত জানানো না হলেও বিভিন্ন মাধ্যমে অলোচিত হচ্ছে নতুন পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএল ফোনের কথা। আগাম তথ্যের নির্ভরশীল মাধ্যম ইভান ব্লাসের মতে দুটি হাইএন্ড অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি ঘোষনা আসবে ল্যাপটপ, স্পিকার ও ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের।


যা নিয়ে আসছে গুগলের নতুন পিক্সেল ফোন



গুগলের পিক্সেল ফোন নির্মাণের অন্যতম উদ্দেশ্য ব‌হুধা বিভক্ত অ্যান্ড্রয়েড হার্ডওয়্যার নির্মাতাদের জন্য মান হ্যান্ডসেট নির্ধারণ করে দেয়া। তবে ব্র্যান্ডের প্রতি বিস্বস্ত ক্রেতাদের কাছে মানদন্ড নয়, দীর্ঘদিনের অভ্যাসই বেশী গুরুত্ব পায় ফোন নির্বাচনের ক্ষেত্রে। কাজেই পিক্সেল ফোন শুধুমাত্র 'গুগল' লোগো যথেষ্ট নাও হতে পারে বাজার সাফল্য নির্ধারণে।


এক নজরে পিক্সেল ২:
- ৫ ইঞ্চি ডিসপ্লে
- চার গিগাবাইট র‌্যাম
- ৬৪/১২৮ গিগাবাইট স্টোরেজ
- ১২ মেগাপক্সেল ক্যামেরা
- $৬৪৯/$৭৪৯


No comments:

Post a Comment