Wednesday, February 14, 2018

তিন লেন্স বিশিষ্ট ক্যামেরা নিয়ে আসবে হুয়াওয়ে পি২০!



দুই লেন্স বিশিষ্ট ক্যামেরার কৃতিত্ব সাধারণত আইফোন পেয়ে যায় প্রযুক্তি সাংবাদিকদের অ্যাপল প্রীতির কারণে। হুয়াওয়ে প্রথম দুই লেন্স বিশিষ্ট স্মার্টফোন বাজারজাতকারীর কৃতিত্বের দাবীদার। আর এবার হুয়াওয়ে পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে উপস্থাপন করতে যাচ্ছে তিন লেন্স বিশিষ্ট ক্যামেরা। অন্তত আগাম তথ্য প্রদানকারী ইভান ব্লাসের টুইটার অ্যাকাউন্ট থেকে এমনটাই দাবী করা হয়েছে।

হুয়াওয়ে পি১০ এর পরবর্তী ফোন পি২০ এর ঘোষণা আসতে যাচ্ছে এই মার্চে। পি২০ এ থাকবে আইফোন এক্স ধরণের নচ এবং তিন লেন্স বিশিষ্ট ক্যামেরা। একাধিক লেন্সের ব্যব‌হার চিত্রে বস্তুসমূহের পারস্পরিক দুরত্ব বা "ডেপথ অব ফিল্ড" সঠিকভাবে তুলে ধরতে পারে। একারণেই ক্যামেরায় একাধিক লেন্সের ব্যব‌হার জনপ্রিয় হয়েছে অত্যন্ত দ্রুততার সাথে। পি২০ এবার তিন লেন্সের ব্যব‌হার কতটুকু সাফল্যের সাথে করতে পারে সেটিও অবশ্য গুরুত্বপূর্ণ। প্রযুক্তি দুনিয়ায় সচরাচর বাজারে প্রথম আগমনের চেয়ে কিন্তু প্রথম সার্থক উপস্থাপনই বেশী গুরুত্বপূর্ন হয়ে ওঠে।

No comments:

Post a Comment