Sunday, March 11, 2018

গুগল লেন্স অবমুক্ত হলো প্লে স্টোরে

সম্প্রতি অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষিত 'লেন্স' নামে একটি অ্যাপ অবশেষে অবমুক্ত করলো গুগল। বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ব্যব‌হারকারীরা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অবশ্য শীঘ্রই আইওএস ব্যব‌হারকারীদের জন্য আরেকটি সংস্করণ অবমুক্ত করবে গুগল। 'গুগল লেন্স' আসলে চিত্র বিশ্লেষণ এবং চিহ্নিতকরণ অ্যাপ। একটি ভিজিটিং কার্ড থেকে মোবাইলে নতুন কন্টাক্ট যুক্ত করতে চান? 'লেন্স' তা করবে স্বয়ংক্রিয়ভাবে। কিংবা কোন বিখ্যাত স্থাপনার সামনে দাঁড়িয়ে তার ঐতিহাসিক তাৎপর্য জানতে চান? 'লেন্স' শুধুমাত্র ছবি থেকেই খুঁজে দেবে সকল প্রাসঙ্গিক তথ্য।




এই অ্যাপটি ব্যব‌হারের জন্য মোবাইলে 'গুগল ফটোস' ইনস্টল করে নিতে হবে ব্যব‌হারকারীকে।

No comments:

Post a Comment