Sunday, March 11, 2018

কি নিয়ে আসবে অ্যান্ড্রয়েড পি!

অ্যান্ড্রয়েড ওরেয়ো (৮) এর পরবর্তী সংস্করণ পি(৯) নিয়ে জল্পনা-কল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে পুরোদমে। গুগল আজ অ্যান্ড্রয়েড পি ডেভেলপার সংস্করণ অবমুক্ত করেছে। পরবর্তী সংস্করণে এখনকার অ্যাপসমূহ যাতে নির্বিঘ্নে ব্যব‌হার করা যায় সে উদ্দেশ্যেই আগেভাগে ডেভেলপারদের জন্য এ সংস্করণ গুগলের।


কি নিয়ে আসবে অ্যান্ড্রয়েড পি!


তবে ডেভেলপারদের জন্য হলেও এ সংস্করণের মধ্যেই রয়েছে আসন্ন পরিবর্তনসমূহের ঈঙ্গিত। যে সকল পরিবর্তন আসছে তার মধ্যে রয়েছে -

- ব্যব‌হার করা হচ্ছে না এমন অ্যাপের জন্য ক্যামেরা, মাইক ইত্যাদি সেন্সরে প্রবেশাধিকার বন্ধ।

- মেসেজিং স্টাইল পরিবর্তন।

- আরো অধিক ধরণের ইমেজ ডিকোড করার সক্ষমতা।

- আইফোনের ন্যায় 'নচ' বিশিষ্ট অ্যান্ড্রয়েড ফোনের সমর্থন।

এছাড়াও পরিবর্তন আসতে পারে সেটিংস মেনু ও টুলবারের অবস্থানে। একইসাথে অব্যাহত থাকবে অ্যান্ড্রয়েড ব্যব‌হারকারীদের ব্যাটারীর স্থায়ীত্বকাল নিয়ে অভিযোগের নিস্পত্তিতে গুগলের প্রচেষ্টাও।

No comments:

Post a Comment